কৈলাসহর শহরের বরখলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার বিকেলবেলা ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। দায়ের কোপে রক্তাক্ত হন পূর্ব ইয়াজিখাওড়া এলাকার বাসিন্দা রহিম আলী (৩৫)। প্রত্যক্ষদর্শীদের মতে, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি আইনুল রশিদ, যিনি পূর্ব ইয়াজিখাওড়ারই বাসিন্দা, রহিম আলীর ঘাড়ে দা দিয়ে আঘাত করেন। এতে রহিম আলী গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত রহিমকে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে ইরানি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে অভিযুক্ত আইনুল রশিদ ঘটনার পরপরই পালিয়ে যান। স্থানীয়রা ধারণা করছেন, পূর্ব শত্রুতার কারণেই এই নৃশংস হামলা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযুক্তকে ধরার জন্য অভিযান চালাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা