
প্রতিনিধি অনুপম পাল | কৈলাসহর
সামাজিক মাধ্যমে প্রকাশ্যে গো-মাংস বিক্রির প্রচার করে লাইভ সম্প্রচারের ঘটনাকে ঘিরে উত্তাল কৈলাসহর। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে আজ কৈলাসহর মন্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মন্ডল সভাপতি প্রীতম ঘোষ, মন্ডল সাধারণ সম্পাদক প্রশান্ত দে, যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর প্রমুখ।
ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে নীতিশ দে বলেন, “গতকাল সামাজিক মাধ্যমে একজন ব্যক্তি লাইভ করে জানায় যে এক হাজার টাকায় চার কেজি মাংস পাওয়া যাবে। সে স্থানও উল্লেখ করে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায়, বাবুরবাজার থেকে দক্ষিণে সুলতানপুরের মবস্বর আলীর বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেই সড়কের সেগুন বাগানের পাশে গবাদি পশু কেটে সেই মাংস বিক্রি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই ব্যক্তি পূর্বেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। গত বছর দুর্গাপূজার আগে বাবুরবাজার সর্বমঙ্গলা কালীবাড়িতে যে আক্রমণ হয়েছিল এবং বাবুরবাজার মসজিদে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায়ও ওই ব্যক্তি জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। এই ধরনের কাজের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”
বিজেপির মন্ডল কমিটির দাবি, অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় বিষয়ে এমন উসকানিমূলক আচরণ না করতে পারে।
নীতিশ দে জানান, “আমরা মহকুমা পুলিশ আধিকারিককে বিষয়টি জানিয়ে লিখিত ডেপুটেশন দিয়েছি। পুলিশ ইতিমধ্যেই তাকে শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছে। সমাজে সম্প্রীতি বজায় রাখতেই আমরা এ ধরনের পদক্ষেপ নিয়েছি।”
এই ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসন ও জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এলাকার নেতৃত্ব।