ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,ত্রিপুরার ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের কাছে অবস্থিত দেওরাছড়া ভিলেজ এখন বড়দিনের উৎসবের প্রস্তুতিতে মগ্ন। মূলত জনজাতি সম্প্রদায়ের মানুষের বাসস্থান এই গ্রামে খ্রিস্টান ধর্মের প্রভাব ব্যাপক। কৈলাসহর-ধর্মনগর ২০৮(এ) জাতীয় সড়কের ভগবাননগর এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তরে অবস্থিত এই গ্রামে ইতিমধ্যেই বড়দিনের উৎসবের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
প্রতিটি চার্চ এলাকায় স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। স্থানীয় যুবক-যুবতীদের উদ্যোগে সাজানো হচ্ছে চার্চ এবং আশপাশের এলাকা। গ্রামের এক স্থানীয় চার্চ সদস্য জানিয়েছেন, প্রতি বছর ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে এই গ্রামে জমে ওঠে উৎসব। ২৫শে ডিসেম্বরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনা এবং নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে।
এবারও চার্চে প্রচুর লোক সমাগম হওয়ার আশা করা হচ্ছে। শুধু স্থানীয় মানুষই নয়, শহর থেকেও বহু মানুষ এই উৎসবে অংশ নিতে আসেন। তাই চার্চগুলো সুন্দরভাবে সাজানোর কাজ চলছে পুরোদমে।
স্থানীয় চার্চের সদস্যরা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন বড়দিনে তাদের চার্চে এসে উৎসবের আনন্দ ভাগ করে নিতে। কথায় আছে, “ধর্ম যার যার, উৎসব সবার”।
দেওরাছড়া ভিলেজে বড়দিনের এই আয়োজন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক মিলনের ক্ষেত্র। এতে গ্রামীণ জনজীবনে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। তাই উৎসবের এই আমন্ত্রণে সাড়া দিয়ে সবাই যদি অংশগ্রহণ করে, তবে এ আয়োজন হয়ে উঠবে আরও রঙিন।