কৈলাশহর,প্রতিনিধি অনুপম পাল, কৈলাশহর ডাক বাংলা এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন। স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জীব মজুমদার নামে একজন ব্যক্তি কৈলাশহরের দিক থেকে নিজের বাইক নিয়ে ডাক বাংলার দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি বাইকের সাথে সংঘর্ষ হয়। এতে সঞ্জীব মজুমদারের পাশাপাশি অপর বাইকে থাকা সেজুয়ান আলী ও উসমান আলী মাটিতে ছিটকে পড়ে যান।
ঘটনার তীব্র শব্দ শুনে আশেপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হলে তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান।
জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে উসমান আলীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেজুয়ান আলীর একটি পা সম্পূর্ণরূপে ভেঙে গেছে এবং সঞ্জীব মজুমদারের শরীরে একাধিক স্থানে আঘাত লেগেছে। বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা নজরদারিতে রাখা হয়েছে।