
Oplus_0
প্রতিনিধি অনুপম পাল
উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের পথে যাত্রারত একটি বেসরকারি হেলিকপ্টার প্রযুক্তিগত ত্রুটির কারণে শুক্রবার সকালে রুদ্রপ্রয়াগ জেলার গুপতকাশীতে জরুরি অবতরণ করে।
হেলিকপ্টারটিতে যাত্রী হিসেবে যারা ছিলেন, তারা সকলেই অক্ষত রয়েছেন বলে জানা গেছে। তবে পাইলট সামান্য আহত হলেও তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অবতরণের সময় হেলিকপ্টারের লেজের অংশ একটি পার্কিংয়ে থাকা গাড়ির উপর ভেঙে পড়ে, তবে সেখানে কোনো হতাহতের খবর নেই।
প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।