আগরতলা,নিজস্ব প্রতিনিধি,দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় থাকা কাঁসারী পট্টির ঐতিহ্যবাহী তারা সুন্দরী কালী মন্দিরের পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার মন্দিরের সংস্কার কাজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। তার সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্তসহ অন্যান্যরা।
প্রায় ২০০ বছরের পুরনো এই মন্দিরটির একটি বড় অংশ মাটির নিচে চলে গিয়েছিল। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের অনুরোধে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্দিরটি সংস্কারের কাজ শুরু হয়। বহিরাজ্য থেকে প্রশিক্ষিত শ্রমিকদের সহায়তায় জেক ব্যবহার করে প্রায় সাড়ে সাত ফুট উচ্চতায় তোলা হয়েছে মন্দিরটি।
মেয়র দীপক মজুমদার জানান, প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে মন্দিরটির সংস্কার কাজ চলছে। ইতোমধ্যে ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে মন্দিরটি নতুন রূপে সেজে উঠবে এবং এলাকাবাসীর বহুদিনের দাবি পূরণ হবে।
তারা সুন্দরী কালী মন্দিরের ঐতিহ্য ও মান্যতা রাজন্য আমল থেকে অটুট রয়েছে। সংস্কার কাজ শেষ হলে এটি শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
#DrManikSaha #Agartala #TripuraNews