হাপানীয়া,নিডস্ব প্রতিনিধি,কর্মসংস্থানের দাবি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ডুকলি বিভাগীয় DYFI (ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া) একটি বিশাল পদযাত্রার আয়োজন করে। হাপানীয়া সিপিআই(এম) পার্টি অফিস থেকে বড়দোয়ালি স্কুল মাঠ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় বিপুল সংখ্যক যুবক-যুবতী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নেশামুক্ত সমাজ গড়ার দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন।
বড়দোয়ালি স্কুল মাঠে পদযাত্রা শেষ হলে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, “বর্তমান সময়ে তরুণ প্রজন্ম বেকারত্ব ও নেশার করাল গ্রাসে বিপন্ন। সরকারকে অবশ্যই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং মাদকদ্রব্যের অনিয়ন্ত্রিত বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”