আগরতলা,নিজস্ব প্রতিনিধি, আগরতলা পুর নিগমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে এলাকার গুণীজনদের সম্মাননা প্রদান এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, এলাকার কর্পোরেটর এবং স্থানীয় জনগণ।
পুর নিগমের তিন বছর পূর্তির উদযাপন উপলক্ষে শহরের প্রতিটি ওয়ার্ডেই এ ধরনের কার্যক্রম চালু রয়েছে। কোথাও শীতবস্ত্র বিতরণ, কোথাও এলইডি লাইট, আবার কোথাও প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব সরাসরি বামফ্রন্ট সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “বাম আমলের নেতাদের নেতিবাচক মানসিকতার কারণে ত্রিপুরা রাজ্যটি বহুদিন পিছিয়ে ছিল। তারা সর্বদা কেন্দ্রকে দায়ী করত এবং কোনো ইতিবাচক কাজ করেনি।”
তিনি আরও উল্লেখ করেন যে, বামফ্রন্ট সরকার ১৩ হাজার কোটি টাকার ঋণ রেখে গেছে, যা বিজেপি সরকার ক্ষমতায় এসে সামলাতে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় কর্মচারীদের সপ্তম বেতন স্কেল চালু করা হয়েছে, যার জন্য অতিরিক্ত ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের জন্য অতিরিক্ত ৪৪৮ কোটি টাকা মঞ্জুর করেছে, যা দিয়ে বিভিন্ন সামাজিক ভাতা বাড়ানো হয়েছে।
বিপ্লব দেব বাম নেতাদের চাঁদাবাজি ও বিভিন্ন সমিতির নামে অপব্যবহারের অভিযোগ তুলে বলেন, “এসএফআই, ডিওয়াইএফআই, নারী সমিতি—এসব সংগঠনের নামে নেতারা জনগণের টাকা অপব্যবহার করেছে।”
সাংসদ দলীয় কর্মীদের মানুষের সাহায্যে এগিয়ে আসার এবং হাসিমুখে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, “মানুষের জন্য কাজ করতে না পারলেও অন্তত হাসিমুখে তাদের সাথে আচরণ করুন।”
অনুষ্ঠানের শেষে সাংসদ বিপ্লব কুমার দেব এবং অন্যান্য অতিথিরা ওয়ার্ড এলাকার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়াও, এলাকার প্রবীণ নাগরিক ও গুণীজনদের বিশেষভাবে সম্মানিত করা হয়।
এই কর্মসূচি ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি সরকারের তিন বছরের কাজের ধারাবাহিকতা ও মানুষের সাথে তাদের সংযোগ আরও দৃঢ় করার একটি উদাহরণ হয়ে উঠেছে।