প্রতিনিধি নিজস্ব
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
ত্রিপুরার রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিসরে ককবরক ভাষাকে রোমান হরফে লিখার দাবিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন (টিএসএফ)। শীতকালীন বিধানসভা অধিবেশনের শেষ দিনে, সংগঠনের নেতৃত্ব একবার আবার বিধানসভা অভিমুখে বিক্ষোভে শামিল হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবিটি জানানো হলেও রাজ্য সরকার এবং বিধানসভা তাদের প্রতি অবিচার করছে।
ককবরক ভাষাকে রোমান হরফে লিখার দাবি নতুন নয়। ১৯৬৮ সাল থেকেই তিপ্রাসারা এই দাবিটি জানিয়ে আসছে। সম্প্রতি টিএসএফ রাজ্য সরকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় তারা আন্দোলনের পথ বেছে নিয়েছে। প্রথম দিনেই গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেও গত তিন দিনে বিধানসভায় এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ফলে অধিবেশনের শেষ দিনে টিএসএফ ফের প্রতিবাদে নেমে আসে।
টিএসএফ সাধারণ সম্পাদক হামলু জমাতিয়ার বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছে। সরকারের তরফে বারবার কমিটি গঠনের কথা বলা হলেও, বাস্তবে কোনো অগ্রগতি নেই। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রছাত্রীদের বাংলা লিপিতে পড়াশোনার জন্য চাপ দেওয়া হচ্ছে। এর ফলে তিপ্রাসা সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
বিধানসভা অভিমুখে টিএসএফ-এর বিক্ষোভ মিছিল পুলিশ আটকে দেয় এবং আন্দোলনকারীদের অরুন্ধতিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। হামলু জমাতিয়া বলেন, ককবরক ভাষার রোমান হরফের দাবিতে যদি এখনো কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।
ককবরক ভাষার প্রশ্নপত্র রোমান হরফে তৈরি না হওয়ায় ছাত্রছাত্রীরা বিশেষভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। সামনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এই সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টিএসএফ নেতৃত্ব।