আগরতলা প্রতিবেদন নিজস্ব প্রতিনিধি,এনইসি বৈঠককে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমনকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, “বৈঠক শুধু অজুহাত। আসলে রাজ্যে বিজেপির ভাঙন সামলাতেই এসেছেন অমিত শাহ।”
বিরোধী দলনেতা অভিযোগ করেন, রাজ্যে বিজেপির মণ্ডল পর্যায়ের নেতাদের মধ্যে পদ-পদবি নিয়ে কোন্দল চলছে। সরকারি নিয়োগ থেকে বিভিন্ন দপ্তরের কার্যক্রম, সবক্ষেত্রেই মণ্ডল নেতাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “এনইসি গঠনের উদ্দেশ্য ছিল উন্নয়নমূলক কাজ, কিন্তু এখন এই অর্থে প্রমো উৎসব, মেলা এবং নেশা মুক্তি কেন্দ্র তৈরি হচ্ছে। এতে রাজ্যের প্রকৃত উন্নয়ন হচ্ছে না। রাজ্যবাসী এই বাস্তবতা বুঝতে পেরেছেন এবং তাঁরা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।”
সিপিআইএম নেতা অভিযোগ করেন, বিজেপি সরকারের এই প্রচারমূলক রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না, এবং জনগণ এর জবাব দেবে।