কুমারঘাট,প্রতিনিধি বিকাশ কাপালি,রক্তদান মহৎ দান—এই আদর্শকে সামনে রেখে ১১ই জানুয়ারি, শনিবার ঊনকোটি জেলা বন দপ্তরের ব্যবস্থাপনায় কুমারঘাট ডিএফও অফিসের কনফারেন্স হলে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বন দপ্তরের ফ্রন্টলাইন স্টাফসহ মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা, ঊনকোটি জেলার বনাধিকারিক কৃষ্ণ গোপাল রায়, কুমারঘাট মহকুমা শাসক এন এস চাকমা, টিএফডিসি কুমারঘাট ডিভিশনাল ম্যানেজার নিশিত চক্রবর্তী, এসডিএফও কৈলাসহর এইচ রিয়াং, এসডিএফও কুমারঘাট অমিত দও, এবং বন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে এই মহৎ উদ্যোগের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তারা বলেন, “রক্তদান এক মহৎ সামাজিক কাজ যা মানুষের জীবন বাঁচাতে অমূল্য ভূমিকা পালন করে। এক ফোঁটা রক্তও কারও জীবন বাঁচাতে পারে। এমন উদ্যোগ আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা উচিত।”
এছাড়াও তারা উপস্থিত সকলকে রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, “একের রক্ত অন্যের বাঁধন”—এই আদর্শ মেনে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।