
কৈলাসহর প্রতিনিধি অনুপম পাল,২২শে ডিসেম্বর ২০২৪ তারিখে ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখার উদ্যোগে ঊনকোটি জেলার দেববর্মা পাড়ায় ৩০টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে কম্বল, মশারি, বেডশীট এবং গামছা বিতরণ করা হয়। শীতের প্রাক্কালে এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে উষ্ণতার সঞ্চার করে।
অনুষ্ঠানের সূচনা হয় “বন্দে মাতরম” সংগীতের মাধ্যমে, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম ও মানবিকতার চেতনাকে উজ্জীবিত করে। শাখার প্রাক্তন সভাপতি প্রশান্ত কিলিকদার তাঁর বক্তব্যে এই ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। দেববর্মা পাড়ার বাসিন্দা প্রবাস দেববর্মা এদিনের উদ্যোগের প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে শাখার সহ-সভাপতি প্রণব ধর, প্রাক্তন সভাপতি প্রশান্ত কিলিকদার এবং অন্যান্য সদস্যরা দেববর্মা পাড়ার প্রত্যেক পরিবারের হাতে উপহারসামগ্রী তুলে দেন। তাদের মধ্যে কম্বল, মশারি, বেডশীট ও গামছা ছিল, যা এই শীতের মৌসুমে খুবই প্রয়োজনীয়।
অনুষ্ঠানের সঞ্চালক শেখর বিশ্বাস, যিনি শাখার প্রাক্তন সম্পাদক, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই সেবামূলক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উপস্থিত সবাই ভারত বিকাশ পরিষদের এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান।