
প্রতিনিধি শুভঙ্কর দাস,কৈলাসহর
সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে ঊনকোটি জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শনিবার বিকেলে কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সম্পাদিকা নবনীতা আচার্জি, ঊনকোটি জেলা মহিলা মোর্চার সভানেত্রী, বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল কর, কৈলাশহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং জেলার পাঁচটি মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রীসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় চপলা রানী দেবরায়ের প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে। এদিন পুষ্পবৃষ্টির মাধ্যমে নারীদের সম্মান জানানো হয়। পাশাপাশি, লাখপতি দিদি, সহায়ক দলের সদস্য, সাফাই কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা নারীদের ওপর নির্যাতন, বাল্যবিবাহ বন্ধ এবং স্বাবলম্বী হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। মহিলাদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই আলোচনায়। কর্মসূচিতে মহিলা মোর্চার বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।