দ্যা ইউনাইটেড ত্রিপুরা প্রতিনিধি অনুপম পাল,এবছর বন্যার কারণে সারা রাজ্যের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাট মহাকুমার সোনাইমুড়ি এলাকার কৃষকরা জানান, বন্যার পর জমি জলের নিচে থাকায় ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন স্থান থেকে ধানের চারা সংগ্রহ করে জমিতে রোপণ করা হলেও ফলন আশানুরূপ হয়নি।
কৃষি দপ্তর থেকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। অনেকেই ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত সাহায্য পেয়েছেন, তবে অনেক কৃষক এখনো কোনো সাহায্য পাননি। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, যারা এখনো সহায়তা পাননি, তাদের অবিলম্বে সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
কৃষকরা জানান, এই বছর ফসল কম হওয়ায় কৃষি দপ্তর তাদের কাছ থেকে ধান ক্রয় করলেও যথেষ্ট পরিমাণ ধান বিক্রি করা সম্ভব হবে না। ফলে তারা চরম আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন।
এক কৃষক একান্ত সাক্ষাৎকারে বলেন, “গত বছরের তুলনায় ফলন অনেক কম হয়েছে। আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু এবার সংসার চালাতে আরও বেশি কষ্ট হবে।” কৃষকদের দাবি, ফসলের ন্যায্য দাম এবং যথাযথ সরকারি সহায়তা যেন নিশ্চিত করা হয়।
এই পরিস্থিতিতে কৃষকদের দুর্দশা লাঘবে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।