কৈলাসহর প্রতিনিধি অনুপম পাল,সাতাশ ডিসেম্বর, শুক্রবার, ঊনকোটি কলাক্ষেত্রে জারা ফাউন্ডেশনের উদ্যোগে এক সড়ক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “নিরাপদ সড়ক চাই” থিমের এই অনুষ্ঠানটি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে, দুপুর বারটায়, ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন শহরের স্বনামধন্য কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা। উপস্থিত থাকবেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পুনরায় কলাক্ষেত্রের সামনে এসে শেষ হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, বিকাল চারটায়, “নিরাপদ সড়ক চাই” থিমের উপর একটি সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে মন্ত্রী টিংকু রায় উপস্থিত থাকবেন। এছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। সেমিনার শেষে থাকছে রাজ্যের খ্যাতনামা শিল্পী নেহা পাল চৌধুরীর সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বাইক চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
এই অনুষ্ঠানের বিষয়ে আজ মহকুমা শাসকের চেম্বারে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন মহকুমা শাসক প্রদীপ সরকার ও জারা ফাউন্ডেশনের কর্ণধার মসাইদ আলী।
নিরাপদ সড়কের স্বপ্ন পূরণের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।