Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর
ঊনকোটি জেলায় ডেঙ্গুর সংক্রমণ ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩ জন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এই পরিস্থিতি নিয়ে জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ রোহন পাল বলেন,“আমাদের হাসপাতালে সারা বছরই ডেঙ্গু টেস্ট হয়ে থাকে। তবে গত কয়েক সপ্তাহে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে গেছে। বর্তমানে হাসপাতালে একাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন, তবে এখনো পর্যন্ত কারও অবস্থা আশঙ্কাজনক নয়। অনেকেই জ্বর হলে সরাসরি ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন। এতে জ্বর কিছুটা কমলেও ঝুঁকি থেকেই যায়। আমরা সকলকে অনুরোধ করছি — জ্বর হলেই অবিলম্বে হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে টেস্ট করান। ডেঙ্গু টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হয়।” তিনি নাগরীকদের প্রতি আহ্বান জানান,ডেঙ্গু মশাবাহিত রোগ। তাই বাড়ি ও আশপাশের জল জমে থাকা স্থান নিয়মিত পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। সচেতন থাকুন, সতর্ক থাকুন — ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন।”