
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
আজ সকালে ঊনকোটি জেলার জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি (TSACS)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো জেলা স্তরের “রেড রান” অনুষ্ঠান। সকাল ৬:৩০টায় জেলা ক্রীড়া দপ্তরের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দৌড়টি কৈলাসহর বিমানবন্দর পর্যন্ত গিয়ে ফেরত আসে প্রারম্ভিক স্থানে।অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন জেলা প্রধান চিকিৎসা আধিকারিক ডাঃ সিরসেন্দু চাকমা, জেলা ক্রীড়া অধিকর্তা অনুপ যাদব সহ অন্যান্যরা।
উদ্বোধনী ভাষণে অমলেন্দু দাস বলেন, “রেড রান শুধু একটি দৌড় নয়, এটি সমাজকে সচেতন করার এক প্রয়াস। এইচআইভি ও এইডস সম্পর্কে অজ্ঞতা ও ভুল ধারণা দূর করতে হবে। সচেতনতা, নিরাপদ অভ্যাস ও সহানুভূতিই পারে এই রোগ প্রতিরোধে সহায়তা করতে। অসুরক্ষিত যৌন সম্পর্ক, সংক্রমিত রক্ত, ব্যবহৃত সূচ কিংবা মা থেকে সন্তানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে, তবে স্পর্শ, হ্যান্ডশেক বা খাবার ভাগাভাগিতে নয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। জেলা ক্রীড়া দপ্তর জানায়, সমাজে স্বাস্থ্য ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।