
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
উত্তর সিকিমে ভয়াবহ ভূমিধসের পর ভারতের সেনাবাহিনী এক দুর্দান্ত সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে উদ্ধার ও ত্রাণ কাজে নিয়োজিত রয়েছে। অতি দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বিপজ্জনক পার্বত্য ভূখণ্ড পেরিয়ে সেনাবাহিনী যে মানবিক ভূমিকা পালন করছে, তা এক কথায় অনন্য।
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অঞ্চলটির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র লাচেন গ্রাম সম্পূর্ণভাবে বাইরের জগত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই গ্রামে আটকে পড়া ১১৩ জন পর্যটকের কাছে সেনা সদস্যরা পায়ে হেঁটে পৌঁছায় এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করে। এদের মধ্যে অনেকেই প্রবল শারীরিক ও মানসিক ধকলের মধ্য দিয়ে গেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া সকল পর্যটককে দ্রুততার সঙ্গে সরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে।
ইতিমধ্যে ০৩ জুন তারিখে ৩০ জন পর্যটককে, যাঁদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন, হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এদিকে, চাটেন এলাকায় এক সেনা শিবিরে ভূমিধসের পর নিখোঁজ রয়েছেন ছয়জন। তাঁরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল প্রতপাল সিং সন্ধু, সুবেদার ধর্মবীর, নায়েক সুনিলাল মুচাহারি, সিপাহী সাইনুদ্দিন পি.কে., স্কোয়াড্রন লিডার আরতি সন্ধু (অব.) এবং তাঁদের কন্যা আমায়রা সন্ধু। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী বিশেষ প্রশিক্ষিত দল ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করছে। তবে প্রবল বৃষ্টি, অস্থির ও বিপজ্জনক মাটি এবং উচ্চতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
সেনা সূত্রে জানা যায়, “প্রত্যেকটি প্রাণই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যতদিন না সকলকে খুঁজে পাওয়া যায়, ততদিন আমাদের অভিযান চলবে।”