আগরতলা প্রতিবেদন অনুপম পাল,উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আজ থেকে আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে উত্তর-পূর্ব পরিষদের (NEC) ৭২তম প্ল্যানারি সেশন। এই গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্বোধন করেন গৃহ ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন DoNER মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, DoNER প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, এবং উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা।
উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে শুরু হওয়া এই বৈঠকে মূলত উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, যুবশক্তির সঠিক ব্যবহার, এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
এই প্ল্যানারি সেশনের মাধ্যমে অঞ্চলের সমস্ত রাজ্যের প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সুসংহত সমন্বয় স্থাপিত হবে বলে আশাবাদী সবাই। বৈঠকে বিশেষ জোর দেওয়া হচ্ছে সীমান্ত এলাকায় বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার ওপর।
উত্তর-পূর্ব পরিষদের এই সেশনের মাধ্যমে শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা নয়, ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাওয়া যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।