প্রতিনিধি বিকাশ কাপালি
কুমারঘাট,ঊনকোটি ত্রিপুরা
উজান দুধপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় রাবার ব্যবসায়ী প্রদীপ দাস গত বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী বিধানসভা ফটিকরায়ের কাঞ্চনবাড়ি বাজারে বাজার করতে যান। বাজার থেকে ফেরার পথে কাঞ্চনবাড়ি মনু নদীর উপর ব্রিজের কাছে একদল দুষ্কৃতী তাকে আক্রমণ করে।
দুষ্কৃতীরা তাকে স্কুটি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তার মাথা, বুক এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। তার আর্তনাদ শুনে পথচারী এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেন।
প্রদীপ দাসের স্ত্রী রেখা সরকার এই ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তার মতে, স্বামীর উপর এ ধরনের নৃশংস আক্রমণ অমানবিক এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত।
বর্তমানে আহত প্রদীপ দাসকে উন্নত চিকিৎসার জন্য ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির লোকজনের দাবি, দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর মধ্যে এই ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।