
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
কৈলাসহর মহকুমার শহর উত্তরাঞ্চলের ইরানি পঞ্চায়েত এলাকার জনগণ অবশেষে রাস্তায় নেমে এলেন তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করতে। বাবুরবাজার থেকে ইরানি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা, কিন্তু রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট রাস্তা সংস্কার দপ্তরের কোনো মাথাব্যথা নেই। আজকের পথ অবরোধ তারই প্রমাণ। ইরানি থানা সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে স্থানীয় জনগণ পথ অবরোধ করেছেন, যার ফলে পুরো এলাকা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রাস্তার দুরবস্থার কথা জানিয়ে আসছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। রাস্তার বেহাল দশার জন্য সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। একজন অবরোধকারী বলেন, “এলাকায় অসুস্থ রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে গেলে যেন যন্ত্রণার আর এক নতুন অধ্যায় শুরু হয়। প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।”
এই ঘটনার পেছনে রাজ্য সরকারের উদাসীনতা স্পষ্ট। যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করার দায়িত্ব সরকারের, সেখানে বারবার এমন উপেক্ষার নজির প্রমাণ করছে যে, সরকার শুধুমাত্র কথার ফুলঝুরি ছড়াতে ব্যস্ত। রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ অর্থ কোথায় যাচ্ছে? কেন জনগণকে এভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে?
এখনও পর্যন্ত পঞ্চায়েত কিংবা রাস্তা সংস্কারের দায়িত্বপ্রাপ্ত কোনো অফিসার ঘটনাস্থলে উপস্থিত হননি। এ যেন আরও এক প্রমাণ যে, জনগণের সমস্যার প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা।
রাজ্য সরকারের এহেন উদাসীনতা জনগণের আস্থা হারাচ্ছে। উন্নয়নের নামে শুধু প্রচারণা নয়, বরং বাস্তবিক পদক্ষেপই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। ইরানি পঞ্চায়েতের জনগণ আজ রাস্তায় নেমে তাদের অধিকার দাবি করছেন, যা তাদের ন্যায্য দাবি।
এখন দেখার পালা, রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর কি সত্যিই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করবেন, নাকি আরও একবার জনগণের আশা-আকাঙ্ক্ষা ধুলিসাৎ হবে।