
প্রতিনিধি, অনুপম পাল | কৈলাসহর
শুক্রবার বিকেলবেলা কৈলাসহর গৌরনগর ব্লকের অন্তর্গত ইছবপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের পক্ষ থেকে ১১ দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন প্রদান করা হয় পঞ্চায়েত সচিবের কাছে।
ডেপুটেশন কর্মসূচির পূর্বে ইছবপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শেষে পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছে ডেপুটেশনে রূপ নেয়। এরপর ইছবপুর বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি প্রীতম ঘোষ। উপস্থিত ছিলেন মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, সম্পাদক আসাদুর জ্জামান রফি, বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য-সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
১১ দফা দাবির মধ্যে অন্যতম ছিল—প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত প্রাপকদের দলমত নির্বিশেষে তালিকা প্রস্তুত করা।গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যেসব উন্নয়নমূলক কাজ এখনও অর্ধসমাপ্ত, সেগুলি দ্রুত সম্পন্ন করা।কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে MGNREGA প্রকল্পে স্বচ্ছতা ও শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান।
ডেপুটেশন প্রদান শেষে পঞ্চায়েত সচিব দাবিগুলির প্রেক্ষিতে আশ্বাস দেন এবং জানান, “উল্লেখিত বিষয়গুলির অধিকাংশই যৌক্তিক, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে আনার চেষ্টা করব।”
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন,”জনগণের ন্যায্য অধিকার আদায় করতেই আমাদের আজকের এই ডেপুটেশন। সাধারণ মানুষের পক্ষে আওয়াজ তোলাই আমাদের দায়িত্ব। উন্নয়ন যেন দলীয় রঙে বিভক্ত না হয়—এই দাবিতে আমরা পঞ্চায়েত সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেছি। আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।”
এই কর্মসূচি ঘিরে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়।