প্রতিনিধি অনুপম পাল
কৈলাশহর, ঊনকোটি ত্রিপুরা
জাতীয় যুব দিবস উদযাপনকে কেন্দ্র করে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো প্রদর্শনীমূলক মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ত্রিপুরা মহিলা একাদশকে ৫-০ গোলে পরাজিত করে আসাম মহিলা একাদশ। খেলাটি উপভোগ করতে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
প্রদর্শনীমূলক এই খেলাটির উদ্বোধন করেন আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিত সিনহা। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক চন্দ্রশেখর সিনহা এবং কৈলাশহরের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়রা।
খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আসাম মহিলা একাদশ। দ্বিতীয়ার্ধেও ত্রিপুরা দল প্রতিপক্ষের ওপর কোনও চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়। আসাম মহিলা একাদশ পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে এবং দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে। ফলে, ৫-০ গোলে খেলার সমাপ্তি ঘটে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক বিরজিত সিনহা মাঠের অব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠ রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক মানের মাঠ হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এর অবস্থা শোচনীয়। এর ফলে রাজ্যের ভালো মানের ফুটবলাররা এখানে খেলতে অনীহা প্রকাশ করতে পারেন। আমি বিষয়টি বিধানসভার অধিবেশনে উত্থাপন করব এবং মন্ত্রীদের কাছে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার আবেদন জানাব।”
উল্লেখ্য, ২ জানুয়ারি থেকে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাশহরের পদ্মেরপাড় এলাকায় শুরু হওয়া দশ দিনব্যাপী ঐতিহ্যবাহী সংহতি মেলা একদিন বাড়িয়ে ১২ জানুয়ারি পর্যন্ত চালানো হয়। মেলার শেষ দিনে এই প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা জানান, এই ধরনের আয়োজনের মাধ্যমে রাজ্যে খেলাধুলার প্রচার এবং যুবসমাজকে আরও বেশি সক্রিয় করা তাদের লক্ষ্য।