প্রতিনিধি অনুপম পাল,শৈবতীর্থ শহর ঊনকোটির মেয়ে তাপসী সিনহা (মিষ্টু) রাজ্যের গর্ব হয়ে উঠেছেন। মনিপুরি সম্প্রদায়ের এই সাহসী ও প্রতিভাবান মডেল আন্তর্জাতিক প্লাস সাইজ মডেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আগামী মার্চ মাসের শেষে তিনি থাইল্যান্ডের পাটায়া শহরে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
তাপসীর শৈশব কেটেছে ঊনকোটির পাইতুর বাজার পদ্মেরপাড় এলাকায়। প্রয়াত শিক্ষক পিতার আদর্শ এবং মায়ের সমর্থন তাকে দৃঢ় মনোবল জুগিয়েছে। চার ভাই-বোনের মধ্যে ছোট তাপসী বিগত পাঁচ বছর ধরে মডেলিং জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ২০২৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত প্লাস সাইজ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে তিনি জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেন।
তাপসী মডেলিংকে শুধুমাত্র শখ নয়, বরং ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণ করেছেন। তার আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম তাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে। মনিপুরি সম্প্রদায়ের মেয়ে হিসেবে তিনি প্রমাণ করেছেন যে যোগ্যতা ও চেষ্টা থাকলে কোনো প্রতিবন্ধকতাই সফলতার পথে বাধা হতে পারে না।
তাপসীর সাফল্যে রাজ্যবাসী ও তার শৈবতীর্থ শহরের লোকজন আনন্দিত। তার শুভানুধ্যায়ীরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। তার এই সাফল্য রাজ্যের জন্য একটি বড় গর্বের বিষয়।
তাপসী সিনহা আগামী মার্চ মাসে থাইল্যান্ডের পাটায়াতে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এই প্রতিযোগিতা কেবল তার নিজের জন্য নয়, বরং গোটা রাজ্যের জন্য এক বড় সুযোগ হয়ে উঠেছে। তার এই যাত্রা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং মডেলিং জগতে রাজ্যের প্রতিভাদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।