আগরতলা নিজস্ব প্রতিনিধি,এবার এক সপ্তাহ আগেই শুরু হতে চলেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত বছর ১ মার্চ থেকে পরীক্ষা শুরু হলেও, এবছর উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। পরদিন, ২৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার সূচনা হবে। উভয় পরীক্ষার প্রথম দিন থাকছে ইংরেজি বিষয়। পরীক্ষার শেষ দিন ভোকেশনাল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে জানান পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী।
পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ ১০ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। পর্ষদ স্পষ্ট জানিয়েছে, এবছর এক্সটার্নাল পরীক্ষার্থীদের আর কোনো সুযোগ নেই, কারণ বিদ্যালয়গুলোতে প্রি বোর্ড পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উল্লেখ্য, এক্সটার্নাল পরীক্ষার্থীদের প্রি বোর্ড পরীক্ষায় বসা বাধ্যতামূলক।
অন্যদিকে, কনটিনিউ এবং কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান পর্ষদ সভাপতি।
রেজিস্ট্রেশন সংশোধনের নির্দেশনা
পর্ষদ সম্পাদক সমস্ত বিদ্যালয়ের প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেসব ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন বা এনরোলমেন্টে কোনো ভুল রয়েছে, তারা যেন দ্রুত পর্ষদের সঙ্গে যোগাযোগ করে তা সংশোধন করিয়ে নেন।
পরীক্ষার আগে সমস্ত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে পর্ষদ সভাপতি বলেন, সঠিক পরিকল্পনা ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে পরীক্ষায় সফল হওয়া সম্ভব।
পরীক্ষার নতুন সূচি এবং প্রস্তুতির পদ্ধতি ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন উদ্যম ও উত্তেজনা সৃষ্টি করেছে। তবে এক্সটার্নাল পরীক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কিছুটা কঠিন হলেও নিয়মশৃঙ্খলার দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।