
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ত্রিপুরাবাসীর বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করতে চলেছে আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই সিদ্ধান্তে শুধু ত্রিপুরার জনগণই নয়, বরং আসাম, মেঘালয় ও আশপাশের রাজ্যের মানুষও উপকৃত হবেন।
নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬ টায় আগরতলা থেকে যাত্রা শুরু করবে এবং মাত্র ৭ ঘণ্টা ৩০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছে যাবে। দুপুর ২ টায় গুয়াহাটি থেকে ফিরে রাত ৯:৩০ মিনিটে আগরতলা পৌঁছাবে। এতদিন যেখানে আগরতলা থেকে গুয়াহাটি পৌঁছাতে অনেক সময় লেগে যেত, সেখানে এখন একদিনেই আসা-যাওয়া সম্ভব হবে।
আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালুর মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের আন্তঃরাজ্য সংযোগ আরও মজবুত হলো। ত্রিপুরাবাসীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় সবার মধ্যে আনন্দের বাতাস বইছে। এই ট্রেন শুধু সময়ই বাঁচাবে না, বরং দুই রাজ্যের অর্থনীতি, পর্যটন ও ব্যবসায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।