
প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
কৈলাশহরের শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা এমজিএন রেগা এমপ্লয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃতীয় জেলা সম্মেলন। তিন বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন চন্ডীপুরের বিধায়ক তথা যুব বিষয়ক ক্রীড়া ও সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সম্পা দাস পাল, ভাইস চেয়ারপার্সন বিনয় সিংহ, অল ত্রিপুরা রেগা এমপ্লয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি অসীম মজুমদার, সহ-সভাপতি নৃপেন্দ্র সরকার এবং বিভিন্ন ব্লকের রেগা কর্মচারীরা।
সম্মেলনে প্রায় ১৮০ জন রেগা কর্মচারী অংশগ্রহণ করেন, যারা জিআরএস, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। তারা দীর্ঘদিন ধরে ঊনকোটি জেলার চারটি ব্লক ও সরকারি বিভিন্ন অফিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কর্মীদের নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি এবং সমকাজে সমবেতনের দাবিকে কেন্দ্র করে এ সম্মেলন হয়।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রেগা কর্মচারীরা গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের চেষ্টায় ত্রিপুরা সরকার এমজিএন রেগা প্রকল্পের জন্য বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। তিনি জানান, কর্মীদের নিয়মিতকরণ সরকারের বিবেচনায় রয়েছে এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। মন্ত্রী আরও বলেন, যেহেতু রেগা কর্মীরা একটি স্কিমের আওতায় কাজ করছেন, তাই তাদের বেতন এডমিনিস্ট্রেটিভ ফান্ড থেকে প্রদত্ত ৬ শতাংশের ভিত্তিতে দেওয়া হচ্ছে।
সম্মেলনের অন্যান্য বক্তারা রেগা কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়নে সরকারের কাছে অনুরোধ জানান। এই সম্মেলন রেগা কর্মচারীদের ঐক্যবদ্ধ করে তাদের দাবিগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরার একটি মঞ্চ হয়ে উঠেছে।