নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ভারতে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে আগরতলা রেলস্টেশনের পুলিশ দুই বাংলাদেশি মহিলাকে আটক করেছে। আটককৃতদের পরিচয় নীলুফা বেগম (৩৪) এবং জিয়াসমিন (৩০)। তাঁদের বাড়ি বাংলাদেশের শরিয়তপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা কোনো বৈধ নথি ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে।