
Oplus_0
প্রতিনিধি অনুপমষপাল | কৈলাসহর
ঊনকোটি জেলার হীরাছড়া চা বাগান এলাকায় এক নৃশংস ও অমানবিক ঘটনার জেরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, দীর্ঘদিন ধরে মানুষের পোষা কুকুর চুরি করে তা কেটে মাংস খাওয়া ও বিক্রি করছিল একদল ব্যক্তি। এমনই এক ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে দুই অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় শ্রমিকরা। পরে খবর পেয়ে ইরানী থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম মঙ্গল মুন্ডা ও দীলিপ চাষা। উভয়েই ওই এলাকার বাসিন্দা ও বাগান শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে চা বাগান এলাকায় একের পর এক পোষা কুকুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছিল। এর জেরে বাসিন্দাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়। আজ দুপুরে চা বাগানের শ্রমিকরা ওই দুই ব্যক্তিকে এক জায়গায় কুকুর কাটার সময় ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা তাদের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে ও খবর দেয় পুলিশকে।
পরে ইরানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কুকুর চুরি করে কেটে মাংস বিক্রি করছিল এবং স্থানীয় কিছু মানুষের কাছেও এই মাংস সরবরাহ করত বলে অনুমান করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পেছনে বড় কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পাশাপাশি, এই ঘটনার মাধ্যমে পশু নির্যাতন ও অবৈধ মাংস বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনের আরও তৎপরতা ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সমাজের সচেতন নাগরিকরা।