
oplus_2
প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর |
আজ তিপ্রা মথা দলের পক্ষ থেকে ঊনকোটি জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয় ডেপুটেশনে। দলের বক্তব্য, বেআইনি অনুপ্রবেশকারীরা রাজ্যের ভূমিপুত্রদের অধিকার কেড়ে নিচ্ছে, যা আদিবাসী সমাজের জন্য গুরুতর সংকট।
এই ডেপুটেশনকে কেন্দ্র করে জেলাশাসক অফিসে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। গৌরনগর থেকে মিছিল করে আসা নেতাকর্মীদের মূল সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। পরে সাতজনের প্রতিনিধি দল জেলাশাসক তমাল মজুমদারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেয়।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন তিপ্রা সিটিজেন ফোরামের সভাপতি রঞ্জন সিনহা, জোনাল চেয়ারম্যান বিপুল দেববর্মা, চন্ডিপুর ব্লক প্রেসিডেন্ট বিরেশ দেববর্মা, এবং ইয়থ তিপ্রা ফেডারেশনের জেলা সভাপতি অনুকূল দেববর্মা।
দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে—দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তিপ্রা মথা।