প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের অধিনে থাকা ধালিয়াকান্দি এলাকার ১৯ বছর বয়সী এক প্রসূতি প্রসব যন্ত্রণায় ঊনকোটি জেলা হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে ভর্তি হন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ সুজিত দাস প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর স্বাভাবিক প্রসবের সিদ্ধান্ত নেন, এবং রোগীর পরিবারও এতে সম্মতি জানায়। তবে কিছু সময় পর রোগীর প্রসব যন্ত্রণা হঠাৎ বেড়ে যায় এবং শিশুটি গর্ভস্থ অবস্থায় উল্টে যায়। চিকিৎসাশাস্ত্রে এই পরিস্থিতিকে Deep Transverse Arrest ও পরবর্তী পর্যায়ে Obstructive Labour বলা হয়, যা প্রসবের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা। পরিস্থিতির জটিলতা বুঝে ডাঃ সুজিত দাস তৎক্ষণাৎ সিজারিয়ান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং তা রোগীর পরিবারকে অবহিত করেন।
পরবর্তীতে ডাঃ সুজিত দাসের নেতৃত্বে সফলভাবে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারে অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ রূপময় দাস, নার্সিং অফিসার স্মৃতি দাস, ওটি অ্যাসিস্ট্যান্ট অরুন চাকমা এবং জি.ডি.এ শুভঙ্কর সাহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অপারেশনের পর রোগীকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রোগীর পরিবার চিকিৎসক দল ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা জানান, “সময়মতো সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসকদের দ্রুত পদক্ষেপের কারণেই মা ও শিশুর জীবন রক্ষা পেয়েছে।”ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকদের এই সফল উদ্যোগ জেলাবাসীর মধ্যে আস্থা আরও বাড়িয়ে তুলেছে।