
সংবাদ প্রতিনিধি। অনুপম পাল। কৈলাসহর
বিকশিত ভারতের অমৃতকাল উপলক্ষে “সেবা, সুশাসন ও গরীব কল্যাণ” যোজনার ১১ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে আজ সকাল ৮টা থেকে কৈলাসহর মহকুমার চন্ডীপুর মণ্ডলের রাংরুং পঞ্চায়েতের কালীশাসন গ্রামে অনুষ্ঠিত হলো এক চৌপাল বৈঠক। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়। সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, পঞ্চায়েত প্রতিনিধিগণ, স্থানীয় নেতৃত্ব ও গ্রামবাসী।
চৌপাল বৈঠকে মন্ত্রী টিংকু রায় বলেন,“গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, তা শুধু শহরের নয়, গ্রামাঞ্চলেরও প্রতিটি মানুষের জীবনে পরিবর্তনের ছাপ ফেলেছে। গরীব, বঞ্চিত, পিছিয়ে পড়া শ্রেণির মানুষ আজ গর্বের সঙ্গে বলতে পারে—‘এই সরকার আমাদের কথা ভাবে। উজ্জ্বলা, আবাস, শৌচালয় নির্মাণ, আয়ুষ্মান ভারত, জনধন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি—এসব প্রকল্প বাস্তবিকই মাটির মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছে।শুধু উন্নয়ন নয়, উন্নয়নের পাশাপাশি গরীবের অধিকার নিশ্চিত করাই ছিল প্রধানমন্ত্রীর মূল দর্শন। ১১ বছর ধরে যে পরিবর্তনের ধারা বজায় রয়েছে, তার ফলেই ভারত আজ আত্মনির্ভরতার পথে দৃঢ় পদক্ষেপ রেখেছে।”
চৌপাল বৈঠকে মন্ত্রী সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা, অসুবিধা ও প্রত্যাশার কথা শোনেন।
মন্ত্রী বলেন,“এই সরকারের আগে আমরা ভাবতেই পারিনি যে কোনোদিন গ্যাস সিলিন্ডার, পাকা ঘর বা বিনামূল্যে চিকিৎসা পাব। এখন সবটাই সম্ভব হয়েছে।”
টিংকু রায় আশ্বাস দেন, সরকারের সেবা ও উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও নানা প্রকল্প হাতে নেওয়া হবে। গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক স্তরে তা বিবেচনার জন্য প্রেরণ করা হবে বলেও জানান তিনি।