
Oplus_0
সংবাদ প্রতিনিধি। অনুপম পাল | সিকিম
সিকিম বিশ্ববিদ্যালয়ের তরুণী ছাত্রী সুনায়না সুব্বার মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সিকিমবাসী। ২২ বছর বয়সি এই উদ্যমী ছাত্রীটির জীবন থেমে গেল ইয়াঙ্গাং-এর মাজুয়া গ্রামের কাছে অবস্থিত হিডেন ফলস-এর অতল জলে।
ঘটনাটি ঘটে সোমবার দুপুর নাগাদ। সুনায়না লিম্বু ভাষা ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জানা যায়, বন্ধুবান্ধবের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিডেন ফলসে ঘুরতে গিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রের খবর, একটি খাড়া ঢালের ধারে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে পা হড়কে পড়ে যান তিনি। স্রোতস্বিনী জলের ধাক্কায় পড়ে যান নিচের দিকে।
তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দলকে। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়, কিন্তু পাহাড়ি খাড়াই এবং জলপ্রবাহের কারণে উদ্ধারকাজ ব্যহত হয়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। লিম্বু বিভাগের এক অধ্যাপক বলেন, “সুনায়না অত্যন্ত মেধাবী, ভদ্র ও সংস্কৃতিমনস্ক মেয়ে ছিল। এমন অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন।”
সুনায়নার মৃত্যু শুধু একটি সম্ভাবনাময় জীবনের অকাল সমাপ্তি নয়, বরং পর্যটনকেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা এবং সচেতনতার অভাব নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।