
✍️নিজস্ব প্রতিনিধি আগরতলা
আগরতলায় সংবিধান গৌরব অভিযানের অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় বিজেপি সাংসদ ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিআইএম এবং কংগ্রেসের উপর তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের দোসর হয়ে সিপিআইএম বাবাসাহেব আম্বেদকরের ছবি নিয়ে মিছিল করে বেড়াচ্ছে, যা তাদের লজ্জার বিষয় হওয়া উচিত।
তিনি বলেন, “বিগত দিনে সিপিআইএম এবং কংগ্রেস সংবিধান এবং এর রচয়িতাকে অপমান করেছে। আজ তারাই সংবিধানের কথা বলে প্রচার করছে।” রাজীবের দাবি, নেহরু সরকারের আমলে দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে উপেক্ষা করে সংবিধানে পরিবর্তন আনা হয়েছিল।
পথসভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত এবং অন্যান্য কার্যকর্তারা। বিজেপির এই র্যালি প্রদেশ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে প্যারাডাইস চৌমুহনীতে শেষ হয়।
রাজীব ভট্টাচার্যের কটাক্ষ, “যেই সিপিআইএম দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়, তারাই আজ কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে বাবাসাহেবের ছবি নিয়ে মিছিল করছে। এটি হাস্যকর এবং তাদের লজ্জিত হওয়া উচিত।”
বিজেপি পক্ষ থেকে ৭৫তম সংবিধান দিবস উদযাপনের মাধ্যমে সংবিধানের গুরুত্ব ও ঐতিহ্যকে স্মরণ করা হচ্ছে বলে তিনি জানান।