
Oplus_0
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ত্রিপুরার সংবাদ জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে চিরবিদায় নিলেন বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক। আজ (২০ জুলাই ২০২৫) বিকেল ৩টা ৫০ মিনিটে দিল্লীর এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘ তিন মাস ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৯৫৩ সালের ১ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার আলীকামুড়া গ্রামে জন্মগ্রহণ করা প্রদীপবাবুর শিক্ষাজীবন শুরু হয় আগরতলায়। নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, বয়েজ বোধজং স্কুল হয়ে এম. বি. বি. কলেজ থেকে ১৯৭৩ সালে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জনের পরই সাংবাদিকতা জীবনের সূচনা ঘটে। তাঁর হাতে কলম ধরিয়ে দিয়েছিলেন দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ভূপেন দত্ত ভৌমিক। যদিও ১৯৭৯ সালে বিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন, মাত্র দুই বছর পরই সেই আলোর পথিকৃৎ তাঁকে ফের টেনে আনেন সংবাদ দুনিয়ায়।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৮৮ সালে বার্তা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন, ১৯৯৬ সালে হয়ে ওঠেন দৈনিক সংবাদের মুদ্রক ও প্রকাশক। সাংবাদিকতার প্রতি ছিল অগাধ নিষ্ঠা ও ভালোবাসা। পেশার প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল চোখে পড়ার মতো। নিঃশব্দে, নীরবে, অথচ আপসহীনভাবে তিনি চালিয়ে গেছেন তাঁর কলমযুদ্ধ।
প্রদীপ দত্ত ভৌমিকের প্রয়াণে শুধু একটি পরিবারের নয়, হারাল ত্রিপুরার সংবাদ জগতের এক অভিভাবককে। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যম মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। তাঁর অনুপস্থিতি দৈনিক সংবাদ-সহ গোটা সাংবাদিক সমাজে চিরকাল অনুভূত হবে।
তিনি রেখে গেলেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অগণিত শুভানুধ্যায়ী ও গুণমুগ্ধকে। আগামীকাল বিকাল তিনটায় তাঁর মরদেহ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছবে—প্রিয় শহরের মাটিতে ফিরে আসবে সেই কলম সৈনিক, যিনি আজ নীরব।