প্রতিনিধি অনুপম পাল
কৈলাসহর,ঊনকোটি ত্রিপুরা
কৈলাসহরের মেলা প্রাঙ্গণে সামাজিক সংস্থা আশ্রয় আয়োজিত সংহতি মেলার দশম তথা শেষ দিনে অনুষ্ঠিত হলো এক মেগা রক্তদান শিবির। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, সম্পাদক চন্দ্রশেখর সিনহা, সদস্য অসীম দত্ত, এবং কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি অনুপম পাল।
রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন আশ্রয় সামাজিক সংস্থার সদস্য ও সংহতি মেলায় আসা ব্যবসায়ীরা। মোট রক্তদান করেন, যা এলাকার রক্তের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রক্তদাতাদের উৎসাহিত করতে আশ্রয় সামাজিক সংস্থার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার তুলে দেওয়ার সময় সংস্থার পক্ষ থেকে রক্তদানের গুরুত্ব এবং এই মহৎ কাজে অংশগ্রহণের জন্য রক্তদাতাদের ধন্যবাদ জানানো হয়।
এই ধরনের উদ্যোগ সমাজে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি একতার বার্তা ছড়িয়ে দেয়। সংহতি মেলার এই মেগা রক্তদান শিবির জনসাধারণের কাছে প্রশংসিত হয়েছে।
সামাজিক সংস্থা আশ্রয়ের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে রক্তদান শিবির আয়োজনের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলো।