
সংবাদ প্রতিনিধি,সুপ্রীতি চক্রবর্তী, কলকাতা
আবারও মাঝ আকাশে যান্ত্রিক বিভ্রাট। বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া ইন্ডিগোর একটি বিমান মাঝপথেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। উড়ান চলাকালীন হঠাৎ করে বিমানে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়, যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
তবে পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে পুনরায় কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। বিমানে থাকা যাত্রী ও ক্রু সদস্যরা সবাই নিরাপদে রয়েছেন বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে।
সূত্রের খবর, যান্ত্রিক গোলযোগের কারণে যেকোনও সময় ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। বর্তমানে বিমানটির মেরামতির কাজ চলছে।
প্রসঙ্গত, এদিন সকালে দিল্লি থেকে লে-গামী আরও একটি ইন্ডিগো বিমান একই ধরনের যান্ত্রিক সমস্যার কারণে মাঝ আকাশ থেকে ফিরে আসে। পরপর বিমান বিভ্রাটের ঘটনায় যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ।
বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি বিভিন্ন উড়ানে বারবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়া অত্যন্ত চিন্তার বিষয়, এবং এর পেছনে রক্ষণাবেক্ষণের গাফিলতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।