
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ভোটার তালিকা নিবিড় সংশোধন সংক্রান্ত বিষয়ে ৪ দফা দাবিসনদ নিয়ে আজ সিপিআই(এম) ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক ও সমাহর্তা তমাল মজুমদার (আইএএস)-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সকাল ১০টা নাগাদ গৌরনগরে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি পেশ করেন সিপিআই(এম)-এর নেতৃত্বরা।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, কৈলাসহর মহকুমা সম্পাদক অঞ্জন রায়, কুমারঘাট মহকুমা সম্পাদক সমীরণ মালাকার,ভার প্রাপ্ত জেলা সম্পাদক স্বপন বৈষ্ণব সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
দাবিসমূহের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়—প্রশাসন কর্তৃক আহুত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।বি.এল.এ. নিয়োগের ক্ষেত্রে পার্শ্ববর্তী পোলিং বুথ থেকে নিয়োগের সুযোগ দিতে হবে।বি.এল.এ.-দের পরিচয়পত্র নির্বাচন দপ্তরের পক্ষ থেকে দিতে হবে।প্রকৃত ভোটারদের কোনওভাবেই হয়রানি করা যাবে না।বি.এল.এ.-দের অজ্ঞাতসারে বি.এল.ও.-দের দিয়ে অতিরিক্ত কাজ করানো চলবে না।
এ প্রসঙ্গে সিপিআই(এম) ভার প্রাপ্ত জেলা সম্পাদক স্বপন বৈষ্ণব বলেন, “ভোটার তালিকা সংশোধন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ। কিন্তু যদি এখানে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় না থাকে, তাহলে সাধারণ ভোটারদের অধিকার বিপন্ন হবে। তাই আমরা চাইছি, বি.এল.এ. নিয়োগে সমতা রক্ষা করা হোক, বিরোধী দলের প্রতিনিধি নিরাপত্তা পাক, এবং প্রকৃত ভোটাররা যেন কোনও হয়রানির শিকার না হন। এই দাবিগুলি পূরণ হলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।”
সিপিআই(এম)-এর জেলা নেতৃত্বের দাবি, নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ের পরিবেশমুক্ত করতে প্রশাসনকে অবিলম্বে এই বিষয়গুলির প্রতি নজর দিতে হবে।