নিজস্ব প্রতিনিধি,আগরতলা
ত্রিপুরা পুলিশ পুলিশ সপ্তাহ উদযাপনে রাজ্যজুড়ে গুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই নিজেদের কার্যাবলি সীমাবদ্ধ না রেখে, জনসেবায় আরও নিবেদিত থাকার অঙ্গীকার নিয়ে এগোচ্ছে তারা। এর অংশ হিসেবে মঙ্গলবার আগরতলায় আয়োজিত হলো সুবিশাল বাইক র্যালি ও মেগা রক্তদান শিবির।
আগরতলায় ৩ শতাধিক বাইক নিয়ে আয়োজিত এই র্যালি এডি নগর পুলিশ মাঠ থেকে শুরু হয়ে উমাকান্ত ময়দানে শেষ হয়। রাজ্যের বিভিন্ন মহকুমাতেও অনুরূপ বাইক র্যালির করা হয়েছে। রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অমিতাভ রঞ্জন র্যালিটির শুভ সূচনা করেন। তিনি জানান, এই র্যালির উদ্দেশ্য পুলিশ এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা।
বাইক র্যালির পাশাপাশি, অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মীরা এই শিবিরে অংশগ্রহণ করেন। রক্তদান শিবির ঘুরে দেখার সময় ডিজিপি অমিতাভ রঞ্জন রক্তদাতাদের উৎসাহিত করেন। তিনি জানান, রক্তদানের মাধ্যমে রাজ্যের রক্তের অভাব দূর করতে ত্রিপুরা পুলিশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ডিজিপি আরও জানান, এবারের পুলিশ সপ্তাহে নেশামুক্তি, ট্রাফিক আইন ও সড়ক সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক প্রোগ্রাম চালানো হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
ডিজিপি বলেন, “গত দশ বছরে ত্রিপুরার আইনশৃঙ্খলা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। মানুষের আস্থা অর্জন করতে আমরা নিরলস পরিশ্রম করছি। যেকোনো আপদকালীন পরিস্থিতিতে ত্রিপুরা পুলিশের কর্মীরা বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছে।”
এই উদ্যোগগুলো শুধু পুলিশ ও জনগণের সম্পর্ক উন্নত করতে নয়, বরং রাজ্যে এক সামাজিক পরিবর্তনের বার্তা দেওয়ার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ।