
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর শহরে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল স্থানীয় পুলিশ। গতকাল গভীর রাতে এক গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দক্ষিণ কাছারঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপজ্জনক মাদক ‘ব্রাউন সুগার’ সহ এক অটোচালককে আটক করল কৈলাসহর থানা পুলিশ।
অভিযান পরিচালনা করেন কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী, তাঁর নেতৃত্বে থানার অন্যান্য অফিসার ও কর্মীরা। অভিযানে TR-02-C-3894 নম্বরের একটি ইলেকট্রিক অটো আটক করা হয়। চালক গোবিন্দ চন্দের কাছ থেকে একটি সাবানের কৌটার ভিতর লুকানো অবস্থায় উদ্ধার করা হয় বিপজ্জনক ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে কৈলাসহর থানায় NDPS আইনের ২২(বি)/২৫/২৭এ/২৯ ধারায় ২০২৫ সালের মামলা নম্বর ০২৮ রুজু করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, এর আগেও গোবিন্দ চন্দ ইরানি থানার পুলিশের হাতে মাদকসহ ধরা পড়েছিল। সম্প্রতি সাদা পোশাকে পুলিশের একটি দল গোপন নজরদারি চালিয়ে যাচ্ছিল শহরের নানা এলাকায়। স্থানীয়দের তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা নজরদারির ফলে অবশেষে পুলিশ অভিযুক্তকে হাতেনাতে ধরতে সক্ষম হয়।
এই ঘটনায় ফের প্রমাণিত হল, কৈলাসহরের ভেতরেই মাদক চক্রের ভয়ঙ্কর জাল বিস্তৃত। যদিও পুলিশ প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে, তথাপি শহরের তরুণ সমাজে নেশার ছায়া রুখে দেওয়া এখনো প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ।