
Oplus_0
সংবাদ প্রতিনিধি । অনুপম পাল। কৈলাসহর
আজ ছিন্নমস্তা কালীবাড়ি কমিটির উদ্যোগে মন্দির চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল। মন্দির প্রাঙ্গণের সৌন্দর্যায়ন ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আমলকি, হরতকি, জামরুল ও চালতার মতো নানা প্রকার ঔষধিগাছ রোপণ করা হয়।
মন্দির কমিটির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণয় সেন জানান, “গত বছর আমরা বিভিন্ন ফুলের গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু করি। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঔষধিগাছ রোপণের, যা পরিবেশের পাশাপাশি মানুষের উপকারেও আসবে।”
অনুষ্ঠানে ছিন্নমস্তা কালীবাড়ি কমিটির সভাপতি মুহিত ঘোষ, সম্পাদক নির্মলেন্দু দেব, কোষাধক্ষ অরবিন্দ দেব, কার্যকরী সদস্য মুকুল দাস, মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বজিৎ গোস্বামী এবং রামকমল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পাঞ্চালি ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবায় নিয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি প্রণয় সেন ও ফাল্গুনী দে। তাঁরা বিগত বেশ কয়েক বছর ধরে এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বই, খাতা ও কলম দিয়ে সহায়তা করে চলেছেন, যাতে কোনও শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।