
Oplus_0
প্রতিনিধি অনুপম পাল,ত্রিপুরা
নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে ১১ই জুন এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রীয় বিজেপির উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মণ্ডপ ভবনে।
ত্রিপুরা রাজ্য থেকে বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন দৈনিক সংবাদ ট্রাস্ট-এর চেয়ারম্যান সঞ্জয় পাল এবং হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল-এর সম্পাদক প্রণব সরকার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা তাঁদের ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
সন্ধ্যা ৬:৩০ টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের গত ১১ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁরা সরকারের বিভিন্ন সাফল্য এবং কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখবেন।