
Oplus_131072
প্রতিনিধি অনুপম পাল,কৈলাসহর
ত্রিপুরায় বিজেপি সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে কৈলাসহর বিজেপি মণ্ডলের উদ্যোগে ব্যাপক জনসম্পর্ক অভিযান চালানো হচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই প্রচার অভিযানের অংশ হিসেবে আজ পুর পরিষদ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর বুথ এবং ৫ নম্বর ওয়ার্ডে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষের নেতৃত্বে দলীয় কর্মীরা জনসংযোগ অভিযান পরিচালনা করেন।
এই কর্মসূচির মূল লক্ষ্য সম্পর্কে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন, “গত দুই বছরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে। পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পে ব্যাপক অগ্রগতি হয়েছে। আমরা এই সাফল্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছি, তাদের মতামত নিচ্ছি এবং সরকার কীভাবে উন্নয়ন করেছে, তার বিস্তারিত তথ্য দিচ্ছি।”
তিনি আরও জানান, “গোটা কৈলাসহর মণ্ডল জুড়ে গত এক সপ্তাহ ধরে এই জনসংযোগ কর্মসূচি চলছে। শহর থেকে গ্রাম—সব জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, যাতে সাধারণ মানুষ সরকারের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সচেতন হন। আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।”
আজকের এই প্রচার অভিযানে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে সহ অন্যান্য দলীয় কর্মীরা।