
প্রতিবেদন নিজস্ব
আগরতলা,পশ্চিম ত্রিপুরা
মকর সংক্রান্তির শুভ দিনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি নতুন মডেল শাখার উদ্বোধন করা হয়েছে রাজধানীর নতুননগর এলাকায়। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা মঙ্গলবার ফলক উন্মোচন ও ফিতা কেটে শাখার আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী ভাষণে মুখ্য সচিব বলেন, “ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দিন দিন প্রগতির পথে এগিয়ে চলেছে এবং রাজ্যের অর্থনৈতিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।” তিনি ব্যাংকের আধুনিকীকরণ ও সম্প্রসারণ উদ্যোগের প্রশংসা করেন এবং নতুন শাখার মাধ্যমে স্থানীয় জনগণের আর্থিক প্রয়োজন মেটানোর আশাবাদ ব্যক্ত করেন।
নতুননগর এলাকায় চালু হওয়া এই মডেল শাখাটি অত্যাধুনিক পরিষেবার মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিতে প্রস্তুত। এর পাশাপাশি, আন্তর্জাতিক মানের এটিএম-এরও উদ্বোধন করা হয়েছে, যা থেকে দেশি-বিদেশি ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করা যাবে।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং জানান, নতুন শাখাটি নতুননগর ও এর আশেপাশের এলাকার মানুষের আর্থিক সেবার উন্নয়নে গুরুত্ব দেবে। ব্যাংকটি আন্তরিকতার সঙ্গে গ্রাহকদের সেবা প্রদানের অঙ্গীকার করেছে।
এর আগে দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে সফরকালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করেন। সম্প্রতি অরুণাচল প্রদেশে আয়োজিত রিজিওনাল রুরাল ব্যাংকগুলির কনফারেন্সে ব্যাংকটির উন্নয়নমূলক কাজের জন্য পুরস্কৃত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য সচিব আরও বলেন, “উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে ব্যাংকটি আরও উদ্ভাবনী ও উন্নয়নমুখী প্রকল্প নিয়ে আসবে।”
নতুন এই শাখার মাধ্যমে নতুননগর ও আশেপাশের অঞ্চলে আর্থিক সেবার প্রাপ্তি আরও সহজতর হবে। ব্যাংকটির আধুনিক পরিষেবা এবং উন্নয়নমুখী কাজ রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।