কৈলাসহর,প্রতিনিধি চারুকৃষ্ণ কর,বিভিন্ন ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষি গবেষণায় অনন্য অবদানের জন্য কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডঃ রতন দাসকে সম্মানিত করা হয়েছে। ২ জানুয়ারি সোনামুড়ার নলছড়ের দশমীঘাট ময়দানে অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মারক সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এই সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তপশীলি ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, জেলা পরিষদের সভাধিপতি, এবং খোয়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী রায় চৌধুরী। হাজারো মানুষের করতালির মধ্য দিয়ে ডঃ রতন দাসকে সম্মাননা স্মারক ও নগদ ৩,০০০ টাকা তুলে দেন প্রধান অতিথিরা।
কৃষি গবেষণায় ডঃ রতন দাসের অবদান
ডঃ রতন দাস দীর্ঘদিন ধরে কৃষি ক্ষেত্রে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির উপর কাজ করে আসছেন। আসামের পাসিঘাট থেকে এগ্রি বি.এস.সি সম্পন্ন করার পর, তিনি ভাগলপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ হর্টিকালচার অ্যান্ড রিসার্চ (ইউ.এইচ.এস) থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিন বছর ধরে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের দায়িত্বে থাকা ডঃ দাস ফসল উন্নয়নের পাশাপাশি কৃষকদের উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন। তাঁর গবেষণার ফলে ঊনকোটি জেলার কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে, যা কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
ঊনকোটি জেলার মানুষের গর্ব
ডঃ রতন দাসের এই সাফল্যে ঊনকোটি জেলার মানুষ আনন্দিত। তাঁর গবেষণার মাধ্যমে এলাকার কৃষিক্ষেত্রে যে উন্নতি ঘটেছে, তা তাঁকে এই সম্মানের যোগ্য করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ডঃ দাসের মতো বিজ্ঞানীদের প্রচেষ্টায় ত্রিপুরার কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।